১ কেজি জিরার দাম ২০২৫

১ কেজি জিরার দাম ২০২৫

রান্নার কাজে যে সকল প্রয়োজনীয় মসলা রয়েছে তার মধ্যে জিরা অন্যতম। জিরা ছাড়া রান্না কল্পনা করা যায় না। মাছ বা মাংস যে রান্নায় করোনা কেন। রান্নাতে জিরা আপনাকে দিতেই হবে। জিরার দাম সবসময় আকাশ ছোঁয়া থাকে  ।তাহলে ভাবুন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ কি বাংলাদেশের প্রেক্ষাপট থেকে জিরা কিনে খেতে পারবে। বর্তমান সময়ে নিম্নলিখিত ও মধ্যবিত্ত মানুষের পক্ষে প্রয়োজনীয় সকল খাদ্যদ্রব্য কেনা অনেক কষ্টকর। তবে এর মধ্যেই খাওয়া-দাওয়া তো করতেই হবে। তাই চলুন আজকের জিরার দাম কত ও ১ কেজি জিরার দাম ২০২৫ তা জেনে নিচের আর্টিকেল থেকে।

আজকের জিরার দাম কত ২০২৫

বর্তমান সময়ে জিরার বাজারে লেগেছে আগুন। হই হই করে গত দু মাসের মধ্যেই জিরার দাম প্রচন্ড হারে বাড়ানো হয়েছে। বর্তমান সময়ে ১ কেজি জিরার দাম ৯০০ থেকে ১৫০০ টাকা। অর্থাৎ, ১ কেজি জিরা কিনতে হলে আপনাকে মিনিমাম ৯০০ টাকা গুনতে হবে।

জিরার পরিমাণ দাম
১০০ গ্রাম ৯০ টাকা
২০০ গ্রাম ১৮০ টাকা
২৫০ গ্রাম ২২৫ টাকা
৫০০ গ্রাম ৪৫০ টাকা
১ কেজি ৯০০ টাকা

১ কেজি জিরার দাম ২০২৫

 বর্তমান সময়ে জিরার কেজি ৯০০ থেকে ১০০০ টাকা। তবে কোয়ালিটি ভেদে দামে পার্থক্য রয়েছে । যেমন ইন্ডিয়ান এবং ইরানি শাহী জিরা দাম যথাক্রমে ১২০০ এবং ১৫০০ টাকা কেজি।

আরো পড়ুনঃ সয়াবিন তেলের দাম ২০২৫

ইরানি শাহী জিরার দাম কত ২০২৫

ইরানি সাহি জিরা মূলত তার ঘ্রাণের কারণে বেশি সুপরিচিত। এটির বাজার দর সাধারণ জিরা থেকে অনেক বেশি। প্রতি ইরানি জিরার দাম প্রায় ১২০০-১৫০০ টাকা।

আরো জানুন:  সয়াবিন তেলের দাম ২০২৫

ইন্ডিয়ান জিরার দাম কত ২০২৫

আমাদের দেশ মূলত ভারত থেকে জিরা আমদানি করতো। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত থেকে যারা আমদানি কিছুটা কমেছে। এছাড়াও ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারতেও জিরার দাম আগের চেয়ে একটু বেশি। বর্তমান সময়ে ইন্ডিয়ান এক কেজি জিরো বিক্রি হচ্ছে বাংলাদেশী টাকায় ১০০০ থেকে ১২০০ টাকা।

উপসংহার,

এই ছিল আজকের জিরার দাম কত নিয়ে আমাদের আলোচনা। প্রতিনিয়ত আমাদের দেশে প্রয়োজনীয় সকল মসলা জাতীয় দ্রব্যের দাম গণহারে বৃদ্ধি পাচ্ছে। যা মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

Leave a Comment