বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫

বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫

বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫

বাংলালিংক সিমে ব্যালেন্স চেক করার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় সিম কোম্পানি গুলোর মধ্যে বাংলালিংক একটি। অনেক সময় আমরা নতুন বাংলালিংক সিম নেওয়ার পরে কিভাবে ব্যালেন্স চেক করতে হয় তা আমরা বুঝতে পারি না। আজকের এই পোস্টে আমরা বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানবো।

বাংলালিংক ব্যালেন্স চেক ইউএসএসডি কোড

মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *124# তারপর কল দিন কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে আপনার ব্যালেন্স ভেসে উঠবে।

মাই বাংলালিংক অ্যাপ দিয়ে বাংলালিংক ব্যালেন্স চেক

প্রথমে গুগল প্লে স্টোর থেকে MYBL(my banglalink) অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। তারপর ওপেন করে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে । তারপর অ্যাপটির হোম স্ক্রিনে আপনার ব্যালেন্স দেখতে পাবেন ।

বাংলালিংক  ইমারজেন্সি ব্যালেন্স দেখার কোড

বাংলালিংক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেয়ার জন্য আমরা *874# ডায়াল করি কিন্তু ইমারজেন্সি ব্যালেন্স দেখার কোড জানি না সেটি হলো *874*0# ।

আরো পড়ুনঃ বাড়ির আশেপাশে থাকা wifi password বের করুন

বাংলালিংক সিমে সকল প্রয়োজনীয় কোড

বাংলালিংক সিমে নাম্বার দেখার কোড : *511#

বাংলালিংক সিমে ব্যালেন্স দেখার কোড : *124#

বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স দেখার কোড : *124*5#

বাংলালিংক সিমে মিনিট দেখার কোড: 124*2#

বাংলালিংক সিমে এসএমএস দেখার কোড : *124*3#

বাংলালিংক কাস্টমার সার্ভিস : 121

বাংলালিংক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য –

১ বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার কী?

উঃ 121 অথবা 01911304121 (যেকোনো অপারেটর থেকে)।

২.রিপ্লেসমেন্ট বা সিম পরিবর্তন করতে কত টাকা লাগে?

উঃ সাধারণত ২০০-২৫০  টাকা পর্যন্ত চার্জ লাগে।

৩.বাংলালিংক সিম বন্ধ হয়ে গেলে আবার চালু করার উপায় কী?

আরো জানুন:  বাড়ির আশেপাশে থাকা wifi password বের করুন

উঃ জাতীয় পরিচয়পত্র (NID) নিয়ে নিকটস্থ বাংলালিংক কাস্টমার কেয়ারে যান ।

৪.বাংলালিংক সিমে ডু নট ডিস্টার্ব (DND) সার্ভিস চালু/বন্ধ করার উপায় কী?

উঃ *1218*6# ডায়াল করে অথবা অ্যাপ থেকে।

৫. বাংলালিংক সিমের বর্তমান গ্রাহক কত? 

উঃ প্রায় ৪.৫ কোটির উপরে।

৬. বাংলালিংক সিম কি বাংলাদেশ কোম্পানি?

বাংলালিংক বাংলাদেশের মোবাইল অপারেটর হলেও মূল কোম্পানি বিদেশি যা হলো নেদারল্যান্ডসভিত্তিক Veon।

উপসংহার ,

বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫ পোস্টটি বাংলালিংক সিমের সকল কোড এবং দরকারি তথ্য তুলে ধরার চেষ্টা করেছি । পোস্টটি যদি ভালো লাগে তাহলে বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

2 comments
রবি সিমের সকল কোড ২০২৫ - trickalways

[…] আরো পড়ুনঃ বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫ […]

Banglalink Balance Check: How to Check Balance, Internet, SMS in 2025 via USSD, MyBL App, RYZE App & Website - ARMAN

[…] Read More: বাংলালিংক ব্যালেন্স চেক কোড ২০২৫ […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *