বাংলাদেশের কোন টাকায় কিসের ছবি থাকে

বাংলাদেশের কোন টাকায় কিসের ছবি থাকে

প্রিয় পাঠক, আপনি যদি বাংলাদেশের কোন টাকায় কিসের ছবি থাকে অথবা কত টাকায় কিসের চিত্র তা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি সঠিক পোস্টেই এসেছে আজকের এই পোস্টটিতে আমরা বাংলাদেশের ১ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত সকল নোটের চিত্র সম্পর্কে বিস্তারিত জানবো। এজন্য মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন ।

বাংলাদেশের কোন টাকায় কিসের ছবি থাকে

নোট ছবি
১ টাকা হারিণ+ জাতীয় প্রতীক+সবার জন্য খাদ্য
২ টাকা জাতীয় শহীদ মিনার
৫ টাকা জাতীয় প্রতীক+ যমুনা সেতু + কুসুম্বা মসজিদের মেহরাম
১০ টাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ+ জাতীয় সংসদ (পুরাতন নোট)
২০ টাকা ষাট গম্বুজ মসজিদ
৫০ টাকা মাই দেওয়া চিত্র
১০০ টাকা তারা মসজিদ
২০০ টাকা নদীর পাড়ের দৃশ্য
৫০০ টাকা বাংলাদেশের কৃষি (চাষের দৃশ্য)
১০০০ টাকা জাতীয় সংসদ

বিশেষ সতর্কতা 

১,২,৫ টাকার মুদ্রার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে এছাড়া ১ টাকার নোট বর্তমানে খুবই দুর্বল সহজে পাওয়া যায় অনেকেই সংগ্রহের তালিকায় এগুলো রেখে থাকেন ।

আরো পড়ুনঃবাংলাদেশের কোন নদী কোথায় মিলিত হয়েছে?

আবার অনেক ২০০৮ সালের দিকে তৈরি বর্তমান বাজারে চলমান অবস্থায় রয়েছে সেগুলোর ক্ষেত্রে বর্তমান নোটের চেয়ে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে। তাছাড়া এসব নোটের মধ্যে বাংলাদেশের জাতীয় প্রতীক, প্রাচীন সংস্কৃতি এবং ঐতিহাসিক  এবং গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো তুলে ধরে আমরা যথাসম্ভব চেষ্টা করবো এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে।

উপসংহার,

 কোন টাকায় কিসের ছবি থাকে এটি একটি সাধারণ জ্ঞানের বিষয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ভাইভা বোর্ডে এগুলো জিজ্ঞাসা করে থাকে। এসব জায়গাতে যেন খারাপ পরিস্থিতিতে যেন না পড়েন এজন্য এগুলো মুখস্থ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য।

আরো জানুন:  অধ্যবসায় রচনা ও অধ‍্যবসায় রচনা ২০ পয়েন্ট

Leave a Comment