কোন ফলে কোন এসিড থাকে

কোন ফলে কোন এসিড থাকেআমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি কখনো কাঁচা অবস্থায় কখনো সবজি আবার কখনো পাকা অবস্থায়। এসব ফলে বিদ্যমান রয়েছে বিভিন্ন জৈব এসিড যা আমাদের শরীরের জন্য উপকারী। আপনি যদি কোন ফলে কোন এসিড থাকে তা জানতে চান তাহলে আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

কোন ফলে কোন এসিড থাকে

অ্যাসিডের নাম ফলের নাম (বাংলায়)
সাইট্রিক এসিড পেয়ারা, আমলকী, কাঠাল, আনারস, পেঁপে, লিচু, জাম, জামরুল, সফেদা, ডালিম, বরই, কুল, পিচ, বেলী, চালতা, ডেউয়া, লটকন, সাতকরা, স্ট্রবেরি, নাশপাতি, শরীফা, কাঁঠালচাঁপা, আমড়া, ড্রাগন ফল, প্যাসন ফ্রুট, রামবুটান, মাল্টা, কমলা, মৌসাম্বী, গোলাপজাম, কনকচাঁপা, ডুমুর, নোনা, শেফালী, লেমন, কস্তুরী লেবু, বেগুনী, হরসঙ্কর, তরমুজ, খরমুজ, শসা, বাঙ্গি, ক্যাপসিকাম, টমেটো, পেপিনো, কিবানো, ফালসা
ম্যালিক এসিড আম, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, কদবেল, কাঠাল, আনারস, লিচু, জাম, জামরুল, সফেদা, কৃষ্ণজামুন, ডালিম, বরই, কুল, তাল, খেজুর, পিচ, চালতা, লটকন, নাশপাতি, স্ট্রবেরি, আপেল, আঙ্গুর, শরীফা, গোলাপজাম, ডুমুর, খুদিজাম, চেরি, সিন্দুরী, অরবরই, মধুকর, তরমুজ, ফালসা
টারটারিক এসিড কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, তাল, চালতা, লটকন, তিতুল, আঙ্গুর, আমড়া, গোলাপজাম, লুকলুকি, তালশাঁস, চুকু
ট্যানিক এসিড বেল, কদবেল, আমলকী, কাউন, গাব, কাউফল, সিজু, হিজল, কাঁকড়াশিঙ্গা, মাখনা, হাড়জোড়া, পানিফল, কয়েতবেল, কুম্ভিকা, সুপারি, সনোজ
অ্যাসকরবিক এসিড (ভিটামিন C) পেয়ারা, করমচা, কৃষ্ণজামুন, স্ট্রবেরি পেয়ারা, করোসল, ক্যাপসিকাম, করন্দা
অক্সালিক এসিড কামরাঙা, বিলিম্বি
গ্যালিক এসিড জাম, সুপারি
এলাজিক এসিড স্ট্রবেরি
অলিয়ানোলিক এসিড জলপাই
আরো জানুন:  বাংলাদেশের কোন নদী কোথায় মিলিত হয়েছে?

3 thoughts on “কোন ফলে কোন এসিড থাকে”

Leave a Comment