বাংলাদেশ ২০০১ সালে সর্বপ্রথম এসএসসি পরীক্ষার রেজাল্ট এ জিপিএ পদ্ধতি (Grade Point Average) চালু করা হয়েছিলো। সেই বছর জিপিএ ৫ পেয়েছিলো মাত্র ৭৬ জন । ২০০১ সালের পূর্বে বাংলাদেশে Division System (First Division, Second Division) চালু ছিল। আজকে এই পোস্টটিতে আমরা জানবো গত ২৪ বছরের এসএসসি জিপিএ ৫ পরিসংখ্যান ২০০১ থেকে ২০২৫ এবং এসএসসি জিপিএ ৫ কোন বছর কত জন পেয়েছে ২০০১-২০২৫।
এসএসসি জিপিএ ৫ কোন বছর কত জন পেয়েছে
সাল | জিপিএ ৫ |
২০০১ | ৭৬ জন |
২০০২ | ৩২৭ জন |
২০০৩ | ১ হাজার ৩৮৯ জন |
২০০৪ | ৮ হাজার ৫৯৭ জন |
২০০৫ | ১৫ হাজার ৬৩১ জন |
২০০৬ | ২৪ হাজার ৩৮৪ জন |
২০০৭ | ২৫ হাজার ৭৩২ জন |
২০০৮ | ৪১ হাজার ৯১৭ জন |
২০০৯ | ৪৫ হাজার ৯৩৪ জন |
২০১০ | ৬২ হাজার ১৩৪ জন |
২০১১ | ৬২ হাজার ২৮৮ জন |
২০১২ | ৮২ হাজার ২১২ জন |
২০১৩ | ৯১ হাজার ২৬৬ জন |
২০১৪ | ১ লক্ষ ৪২ হাজার ২৭৬ জন |
২০১৫ | ১ লক্ষ ১১ হাজার ৯০১ জন |
২০১৬ | ১ লক্ষ ০৯ হাজার ৭৬৮ জন |
২০১৭ | ১ লক্ষ ০৪ হাজার ৭৬১ জন |
২০১৮ | ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন |
২০১৯ | ১ লক্ষ ০৫ হাজার ৫৯৪ জন |
২০২০ | ১ লক্ষ ৩৫ হাজার ৮৯৮ জন |
২০২১ | ১ লক্ষ ৮৩ হাজার ৩৪০ জন |
২০২২ | ২ লক্ষ ৬৯ হাজার ৬০২ জন |
২০২৩ | ১ লক্ষ ৮৩ হাজার ৫৭৮ জন |
২০২৪ | ১ লক্ষ ৮২ হাজার ১২৯ জন |
২০২৫ | ১ লক্ষ ৩৯ হাজার ৩২ জন |
জিপিএ সংক্রান্ত তথ্য –
আরো পড়ুনঃ আমন্ত্রণ পত্র লেখার নিয়ম
১.সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে কত সালে?
উঃ ২০২২ সালে ২ লক্ষ ৬৯ হাজার ৬০২ জন ।
২. সবচেয়ে কম জিপিএ ৫ পেয়েছে কত সালে?
উঃ ২০০১ সালে মাত্র ৭৬ জন ।
৩. জিপিএ পদ্ধতি চালু হয় কত সালে?
উঃ ২০০১ সালে ।
উপসংহার,
এসএসসি জিপিএ ৫ কোন বছর কত জন পেয়েছে ২০০১-২০২৫ পোস্টটিতে বিগত ২৪ বছর পরিসংখ্যান তুলে ধরা চেষ্টা করেছি । যা বিভিন্ন বিভিন্ন ওয়েব এবং পরিসংখ্যান থেকে সংগ্রহ করা হয়েছে । আশা করি আপনি সঠিক তথ্য জানতে পারবেন। ধন্যবাদ মনোযোগ দিয়ে পোস্টটি পড়ার জন্য।