স্প্রিং ধ্রুবক কি একক ও মাত্রা

স্প্রিং ধ্রুবক কাকে বলে

কোনো স্প্রিংকে এর সাম্যাবস্থান হতে 1m পরিমাণ প্রসারিত  বা সংকুচিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাকে এর স্প্রিং ধ্রুবক বলে।

স্প্রিং ধ্রুবক 0.6N/m  বলতে কী বুঝ?

একটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক 0.6 N/m বলতে বুঝায় যে, সাম্যাবস্থান থেকে স্প্রিংটির মুক্ত প্রান্তের 1m সরণ ঘটানো হলে স্প্রিং এর অভ্যন্তরে 0.6 N প্রত্যয়নী বল উদ্ভুত হয়। অর্থাৎ ঐ অবস্থা বজায় রাখতে হলে বাইরে থেকে 0.6 N বল স্প্রিং এর সরণের দিকে বা সাম্যাবস্থানের বিপরীতে প্রয়োগ করতে হবে।

স্প্রিং ধ্রুবক কিসের উপর নির্ভর করে

স্প্রিং ধ্রুবক মুলত স্প্রিংয়ের উপাদান এবং দৈর্ঘ্যের উপর নির্ভরশীল।

স্প্রিং ধ্রুবকের একক ও মাত্রা

স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন প্রতি মিটার (N/m)। এর মাত্রা হচ্ছে: [K]=[M1L-1T-2] এখানে: M= ভর (mass) L= দৈর্ঘ্য (length) T= সময় (time)
Previous Post
No Comment
Add Comment
comment url